
রাইজিংসিলেট- সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদের নেতৃত্বে সম্প্রতি একটি বড় মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর বাগবাড়ি থেকে শুরু হয়ে রিকাবীবাজার, লামাবাজার, শেখঘাট, কাজিরবাজার ব্রিজ, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানা হয়ে মদিনা মার্কেটে গিয়ে পথসভায় পরিণত হয়। শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
মদিনা মার্কেটে অনুষ্ঠিত পথসভায় মোহাম্মদ মাসুদ বক্তব্যে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন ছিল। তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।
তরুণ সমাজকে দেশের ভবিষ্যতের মূল শক্তি হিসেবে তুলে ধরে মাসুদ বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের স্বপ্ন, দক্ষতা ও দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ। তিনি সুশাসন, কর্মসংস্থান, শিক্ষা এবং সম্মানের নিশ্চয়তা প্রদান করাই তার মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং দূর্ণীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথাও জানান।
শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, হামিদুর রহমান খোকন, রিয়াজুল ইসলাম, জুনায়েদ আহমদ সুলতান, আখলাকুর রহমান, রিয়াজ উদ্দিন রেশম, বেলাল আহমদ, নুরুজ্জামান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।