ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এয়ারপোর্ট এলাকায় ছিনতাইয়ের শিকার যুবক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেটে এয়ারপোর্ট এলাকায় নেছার আহমেদ সাব্বির (২৬) নামে এক যুবককে ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন জাতীয় উদ্যানের সামনে এ ঘটনা ঘটে। সাব্বির সিলেটের এয়ারপোর্ট এলাকার আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, সাব্বির এফআইভিডিবির ফিল্ড অফিসার। প্রতিদিনের মতো টাকা কালেকশন করে মহানগরীর পীরের বাজার থেকে এয়ারপোর্ট এলাকায় এসেছিলেন। এ সময় এয়ারপোর্ট এলাকার জাতীয় উদ্যানের সামনে আসলে অজ্ঞাত তিনজন যুবক মোটরসাইকেল যোগে তার রাস্তা অবরোধ করে নগদ ৩০ হাজার টাকা ও একটি অপো মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

৩১১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।