ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্র-জনতার ওপর হা ম লা র ঘটনায় নতুন মা ম লা, আসামি ৩ শতাধিক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট শহরে একটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় নতুন একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাসহ প্রায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের বাসিন্দা এস এম পলাশ, যিনি বর্তমানে সিলেট নগরের পাঠানটুলা এলাকার বাসিন্দা, মামলার বাদী হিসেবে অভিযোগ দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই সিলেটের বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদ এলাকায় এবং ৪ আগস্ট বন্দরবাজার ও বারুতখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন:

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ

সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক

মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল

যুবলীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী

কৃষক লীগ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রূকন

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজ উদ্দিন

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন

এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহি

এছাড়াও আরও দুই থেকে তিন শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।

জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটি ৪ আগস্ট কোতোয়ালী থানায় গ্রহণ করা হয়, তবে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।