
রাইজিংসিলেট- সিলেটের জকিগঞ্জ পৌর বিএনপির দুই নেতা—সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও দলের আরেক নেতা সুলতান আহমদ—বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর পুনরায় তাদের পদে বহাল হয়েছেন।
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আগে সাময়িকভাবে সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য দলের কাছে আবেদন করেন।
আবেদন পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পুনর্বহালের অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সহদফতর সম্পাদক মাহবুব আলম।
আরও সম্পাদনা বা ভিন্ন শিরোনাম চাইলে জানাতে পারেন!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।