ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জাল নোট চক্রে দুই তরুণী আটক

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট বিভাগে সম্প্রতি জাল নোটের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রতারণার মাধ্যমে আসল টাকার বদলে বাজারে ছড়ানো হচ্ছে নকল নোট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এসব জাল টাকার কারবারিরা কৌশলে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ ধরনের একটি চক্রের সঙ্গে জড়িত দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার মধ্যে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার নকল নোট ছিল।

আটককৃতরা হলেন—সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম শামীম হাসান জানান, রোজা এবং তার মা দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কেনার সময় ১ হাজার টাকার একটি জাল নোট দেন।

পরবর্তীতে আরও কয়েকজন দোকানদারের সঙ্গে একইভাবে প্রতারণা করতে গেলে স্থানীয়রা বিষয়টি ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন।

ওসি জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জাল নোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।