ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাসে জিহা সিলেট চ্যাপ্টারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটে ব্র্যাকের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পে কাজ করার লক্ষ্যে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) সিলেট চ্যাপ্টারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনে এ উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয়। সিলেটের স্থানীয় নারী অধিকার সংগঠন, নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নারী উন্নয়ন কর্মী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক কর্মকান্ডে কাজ করা অন্যান্য স্থানীয় সংস্থা ভলান্টিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নারী সদস্য সাংবাদিক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে গঠিত জিহা সিলেট চ্যাপ্টারের মূল লক্ষ্য হবে দুর্যোগে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, দুর্যোগ কালীন নারীদের মূল ধারায় সম্পৃক্তকরণ এবং সচেতন করে তোলা।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, সিলেট জেলা প্রশাসন, সিলেট। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ,সিলেট প্রবল ভূমিকম্প প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা। ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে সিলেট রেড জোন হিসেবে পরিগনিত। পার্শ্ববর্তী দেশের ডাউকী এলাকা অনেক ভূমিকম্পের উৎসস্থল। এছাড়া সিলেটে বন্যা,ভূমি ধ্বসের মতো ঘটনাও ঘটে।এসকল মোকাবিলায় অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের প্রয়োজনীয়তার তুলে ধরে তিনি বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এডিসি মাসুদ রানা উল্লেখ করেন, সিলেট ক্রমাগত, পুনরাবৃত্ত দুর্যোগের মুখোমুখি হচ্ছে।তিনি সকল অংশীদারদের দুর্যোগ প্রশমনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনআরসি’র হিউম্যানিটারিয়ান এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর এডভাইজার লরেনা ডিব অলিভেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডবিলিউডিও এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, জনাব রিপন চন্দ্র মন্ডল, ডিভিশনাল ম্যানেজার, আর এ ইউ, সিলেট, ব্র্যাক, ন্যাশনাল ফুড সিকিউরিটি ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. মইনুল হোসাইন, আরসি অফিসের কর্মকর্তা সৈকত বিশ্বাস।

অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি নিয়ে বক্তব্য রাখেন জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রোজেক্ট লিড জনাব আব্দুল আব্দুল লতিফ খান এবং জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) ড়িৎশরহম গ্রুপের লক্ষ্য-উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করে বক্তব্য রাখেন ইউএন উইমেন বাংলাদেশের এমএস কাজী রাবেয়া এ্যামি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।