
রাইজিংসিলেট- সিলেট শহরতলিতে অবস্থিত গ্রামীণ এই হাট শহরের মানুষের কাছে ‘লোকাল সবজির বাজার’ নামেই বেশি পরিচিত। সকাল ৭টা থেকে রাত ৯টা—টানা ১৪ ঘণ্টা জমজমাট থাকে টুকেরবাজার। আশপাশের গ্রামের চাষিরা এই হাটের বিক্রেতা। স্থানীয় লোকজনের পাশাপাশি শহরের মানুষজনই এখানকার তাজা শাকসবজির ক্রেতা। অনেক পাইকারি সবজি বিক্রেতাও এখান থেকে সবজি কেনেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিন দেখা গেছে, সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় হাটে কয়েক শ সবজি বিক্রেতা মেঝেতে বসে খেত থেকে তুলে আনা তাজা শাকসবজি বিক্রি করছেন। ক্রেতারা দরদাম করে সবজি কিনছেন। শিম, মুলা, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, গাজর, টমেটো, ওলকপি, পেঁয়াজ ও ধনেপাতা, ব্রুকলি, খিরা, আলু, কাঁচা মরিচ, লেবুসহ বিভিন্ন ধরনের শাক হাটে বিক্রি হচ্ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।