রাইজিংসিলেট- সিলেটে ডাকাত সর্দার
বাবুল গ্রেপ্তার সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিশ্বনাথের বৈরাগীর গাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল। বাবুল খাঁ বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের আসন খানের ছেলে।
তিনি একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাও রয়েছে। থাকে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
১৪২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।