raising sylhet
ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে ড্রাইভিং লাইসেন্স থাকলেই পাচ্ছেন ফুল

rising sylhet
rising sylhet
মার্চ ২০, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সম্প্রতি সিলেট-তামাবিল মহাসড়কে বেশ কয়েক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক বিষয়ে সচেতনতার অভাব এবং ট্রাফিক আইন অমান্য করে যান চলাচলের কারণে এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে পুলিশ। তাই যান চলাচলের সময় ট্রাফিক আইন মানতে জনগণকে সচেতন করতে এই মহাসড়কে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন করছে সিলেট জেলা পুলিশ।

এরই অংশ হিসেবে জনগণকে সচেতন করার পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স, হ্যামলেট চেক করা হচ্ছে। দেখা হচ্ছে প্রয়োজনীয় গাড়ির কাগজ-পত্র। যাদের সব কিছু টিকটাক আছে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের দেয়া ফুল উপহার।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহামম্মদ রফিকুল ইসলাম বলেন, সিলেটের মধ্যে অন্যতম ব্যস্ত মহাসড়ক সিলেট-তামাবিল। এই সড়কে ঘন ঘন দুর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালনা। এবিষয়ে গাড়ি চালকদের পাশাপাশি জনগণকে সচেতন করতে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন করছে সিলেট জেলা পুলিশ।

তিনি বলেন, চালকদের মধ্যে যাদের সব কিছু ঠিকটাক রয়েছে তাদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে ফুল উপহার দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯ মার্চ থেকে শুরু হওয়া এ ট্রাফিক সচেতনতা সপ্তাহ চলবে ২৬ মার্চ ২০২৪ পর্যন্ত।

১৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।