সিলেটে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, মহানগরীর শাপলাবাগ ও লাকড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা থানা পুলিশ।
তারা হলেন টিলাগড় বটেরতলের রাজিওল ইসলাম রাজুর ছেলে আমিনুল ইসলাম রাজবীর (২০) ও বাগবাড়ি এলাকার বিপ্লবের ছেলে মো. নাজমুল হক (২৫)।
রোববার দিবাগত রাত আড়াইটা থেকে ৪টার মধ্যে একজনকে শাপলাবাগ এবং অপরজনকে লাকড়িপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে (নং ১৯/৭৩)।
১১৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।