সিলেটে ধ্রুবতারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও যুক্তরাজ্য প্রবাসী মোছাঃ জ্যোৎসনা বেগম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল ২টায় মধুবন সুপার মার্কেট ৩য় তলা সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা ও সাহিত্যনুরাগী মোছাঃ জ্যোৎসনা বেগম চৌধুরীকে সংবর্ধনা ও স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেটে ধ্রæবতারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লায়েক আহমদ মাসুমের সভাপতিত্বে, নাট্য নির্মাতা ও ধ্রæবতারা পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ দূর্জয় এর পরিচালনায় অনুষ্ঠিত শুরু হওয়া কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য ও শিক্ষানুরাগী মোঃ সালেহ উদ্দিন ফয়েজী। সংবর্ধিত অতিথিকে স্মারকলিপি পাঠ করে শুনান মোঃ সেলিনা আক্তার পলি, এবং অনিয়মিত সাহিত্য ম্যাগাজিন ‘সিলেটের স্বপ্ন’ ও ‘স্বরবর্নের ছড়া’ হাতে তুলে দেন কবি লায়েক আহমদ মাসুম। এতে বক্তব্য কবি সৈয়দ আসলাম হোসেন, মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী, মাষ্টার তৌফিক চৌধুরী, এড. আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।