raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৮, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস ।

বুধবার (২৭ নভেম্বর) এই কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় জনগণ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করতে পেরে আমি অনেক গর্বিত। এটি এমন এক কেন্দ্র হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের সঙ্গে সংযোগ বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘস্থায়ী আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে।

Advertisements

নতুন এই আমেরিকান কর্নারটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবে। এটি ইংরেজি শিক্ষা, স্কলারশিপ প্রোগ্রামের তথ্য প্রদান এবং তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।

এই আমেরিকান কর্নারটি বিনামূল্যে তথ্য সরবরাহ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করবে।

৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।