
রাইজিংসিলেট- সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ১৫ জন রোগী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আঞ্চলিক তথ্য অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৯২ জন, সিলেটে ৩০ জন, সুনামগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
এ মাসেই (সেপ্টেম্বর) সিলেট বিভাগে ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে আশার কথা, এখনও পর্যন্ত বিভাগে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।