রাইজিংসিলেট- সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় সেখানে থাকা একটি গাড়িও পুড়িয়েছে। আজ রোববার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থাকা দুর্বৃত্তরা আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেটের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকলেও নয়াসড়ক এবং সুবহানীঘাট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের মধ্যে থাকা বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডারদের সংঘর্ষ হয়।
এসময় উভয়পক্ষে কয়েকজন আহত হয়েছেন। বিকেলের দিকে আন্দোলনকারীরা সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৭টা) পর্যন্ত নগরীর কুমারপাড়া নাইওরপুলে ও নয়াসড়ক এলাকায় পুলিশের সাথে আন্দোলনরতদের থেমে থেমে সংঘর্ষ চলছিল।
আজকের আন্দোলনে সিলেট মহানগরীতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন স্থানে ৩ সাংবাদিকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।