raising sylhet
ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পুলিশের স্থাপনা, নেতাদের বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

rising sylhet
rising sylhet
আগস্ট ৬, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা সরকারের পতনে বিজয়োল্লাসের পর এবার সিলেট নগরের সুবহানীঘাট পুলিশ ফাঁড়ি ও পুলিশ সুপার কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, আওয়ামীলীগ ও ১৪ দলের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় পুলিশও হামলাকারীদের প্রতিহত করতে শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে নগরে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ কমিশনারের বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীদের বাড়িতে হামলারও খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সোয়া তিনটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিসংযোগ করে একদল লোক। এ সময় পার্শ্ববর্তী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেও হামলা চালানো হয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সরাট তালুকদার বলেন, পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ কার্যালয়ে আগুন দেওয়ার খবর জেনেছি। কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানা যাচ্ছে না। কারো সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না।

এদিকে সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিসংযোগ ছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের বাসায় হামলা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের কার্যালয় হামলা, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জাসদ নেতা লোকমান আহমদের ভাই সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ‘বিকেল ৪টার দিকে বড়বাজারের আমাদের বাসায় ঢুকে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘরের ভেতর ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরানো হয়। বাড়িতে রাখা গাড়ি, মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার পতনের সুযোগকে কাজে লাগিয়ে ডুম সাহেদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ১৪ দলের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

২৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।