রাইজিংসিলেট- সিলেটে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালানো সেই মাদক কারবারি গ্রেফতার,সিলেটে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালানো সেই মাদক কারবারি গ্রেফতার,গত শুক্রবার রাত ৯টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা এলাকা থেকে সালেহ আহমদ বসই (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর পাশে ইয়াবা বিক্রি করছিল সালেহ আহমদ বসই। এসময় সিএনজি অটোরিকশাযোগে যাচ্ছিল একদল পুলিশ। পুলিশ দেখে বসই কুড়া নদীতে ঝাঁপ দেয়। বসইকে ধরতে না পারলেও ওইদিন তার ফেলে যাওয়া ৭২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
৯ বার পড়া হয়েছে।