ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখার বৃক্ষরোপণ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পূবালী ব্যাংক পিএলসি এর অর্থায়নে দেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি হ্রাস কল্পে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলামের নিকট পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখার পক্ষ থেকে সাতশত গাছের চারা প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এই সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট পূর্ব অঞ্চলের প্রধান এবং উপমহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী, পশ্চিম অঞ্চলের প্রধান এবং উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ, সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছা: মাহবুবা বেগম।

৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।