
রাইজিংসিলেট- সিলেটে পৃথক অভিযানে ৩ জন আ ট ক, উদ্ধার ইয়াবা ও ভারতীয় চিনি। সিলেটের দুটি পৃথক অভিযানে তিনজন যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় চিনি।
সোমবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ একটি অভিযানে তেমুখী পয়েন্ট সংলগ্ন সাহেবের গাঁও এলাকার রাস্তার মুখ থেকে রুবেল আহমদ (২৭) নামে একজনকে আটক করে। তিনি জালালাবাদ থানার সাহেবের গাঁও এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, শাহপরাণ (রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে, যার ওজন প্রায় ১১৫০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। এ সময় আটক করা হয় একটি পিকআপ ভ্যানসহ দুই যুবককে। তারা হলেন—জৈন্তাপুর উপজেলার পাকরি গ্রামের রাজু আহমদ (২২) এবং পূর্ব গর্দান গ্রামের মামুন রশিদ (২০)।
শাহপরাণ থানার চেকপোস্টে তল্লাশিকালে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম স্কুলের পাশে এ চিনি জব্দ করা হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।