ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার ঘরটি হস্তান্তর করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন (সিলেট এরিয়া)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৬৫ ই-বেঙ্গলের অধিনায়ক মেজর মাহমুদুল হাসান (পিএসসি)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে চলতি বছরের ৪ জুন ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অনারারি ক্যাপ্টেন তাহের আলী বীর বিক্রমের পরিবারের অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর সদর দপ্তর ৫২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬৫ ই-বেঙ্গল (রিয়ার)-এর ব্যবস্থাপনায় তার স্ত্রী পিয়ারা বেগমকে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কাজ শেষে বিজয়ের এ মাসে বৃহস্পতিবার ঘরটি তাহের আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

৯১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।