raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিএনপি’র ঐ’ক্য’ব’দ্ধ শোডাউন

rising sylhet
rising sylhet
আগস্ট ১৫, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেটে বিএনপি’র ঐক্যবদ্ধ শোডাউন হয়েছে। গতকাল বিকালে সিলেট নগরে এ শোডাউন করা হয়। এতে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণমিছিল করেছে সিলেটের নেতারা। বুধবার বিকাল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্‌ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার ধাওয়ার মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাকে স্বদেশের মাটিতে এনে হাজার হাজার গুম হত্যার বিচার করতে হবে। সাংবাদিক এটিএম তুরাবসহ সিলেট গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীসহ নেতাকর্মীদের গুম করার বিচার করতে হবে।

স্বৈরাচারের সকল মন্ত্রীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তারা যদি সিলেটের রাস্তায় নেমে কোনো অরাজকতা করতে চায়, তাহলে উচিত জবাব দেয়া হবে। সর্বোপরি খুনি হাসিনাকে দেশে এনে তার বিচার করতে হবে। অবস্থান কর্মসূচি শেষে বিকাল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে সমাপ্ত হয়। গণমিছিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। গণমছিলে শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

Advertisements

জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ- মেধাবী ছাত্রছাত্রী, সাধারণ জনতা, বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের নির্বিচারে খুন ও গুমের হোতা নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বুধবার বিকালে নগরীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর তালতলা থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেজিস্ট্রারি মাঠে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে যোগদান করে বিএনপি অঙ্গসংগঠনের যৌথ মিছিলসহ চৌহাট্টা পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব তালতলায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনিম, আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহের প্রমুখ।

৮৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।