রাইজিংসিলেট- বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সিলেটে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানার লেচুবাগান এলাকায় হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়।
এসময় একটি ট্রাক ভাঙচুর করেন দুর্বৃত্তরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রভাতি পীরমহল্লা এলাকায় কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী দসড়ক অবরোধ করে একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।কয়েক মিনিটের মধ্যে পুলিশ আসার আগেই সটকে পড়ে দুর্বৃত্তরা।
এদিকে, সকাল থেকে সিলেট নগরীতে নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ ও র্যাব সদস্যদের। সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর মেডিকেল রোড ও খাসদবির এলাকায় সড়কে টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির কর্মী সমর্থকরা।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সরেজমিনে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, রশিদপুর, নাজিরবাজার, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে সিলেট ছেড়ে দূরপাল্লার দুই-একটি বাস ছেড়ে যেতে দেখা যায়।তবে, আন্ত:জেলার সড়কে বাসচলাচল প্রায় স্বাভাবিক ভাবে চলাচল করেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।
এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবি লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়।