• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নে তা ক র্মী কারাগারে

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩
সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নে তা ক র্মী কারাগারে

রাইজিংসিলেট- সরকার পতনের এক দফা দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রাক্কালে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে রোববার  (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন-গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ১ জন, যুবদলের ১ জন ও ছাত্রদলের ৫ জন নেতা রয়েছেন।

এছাড়া গত শনিবার সহিংসতার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ১৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবিদ আহমদ, জেলা ছাত্রদল নেতা মীর মো. রিয়াজ, মো. সাকিব, ইয়ামিন আহমদ ও রনি আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মো. ইসলাম উদ্দীন।

৫৮ বার পড়া হয়েছে।