
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা মিসবাউর রহমান শিশিরের বিরুদ্ধে সিলেটে বিদেশ পাঠানোর নামে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশির আগে সিলেট নগরীর নয়াসড়কে অবস্থিত ‘এডুকেশন হাব’ নামে একটি স্টুডেন্ট কনসালটেন্সিতে কনসালটেন্ট হিসেবে চাকরি করতেন এবং নিজেকে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। পরে চাকরি ছেড়ে কাজী সাইদ ও শাহ আলম জার্নেল নামে দুই সহযোগীকে সাথে নিয়ে ‘এডুবার্ড’ নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নিজেই সিইও হন।
প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে অভিযোগ উঠতে থাকলে সহযোগীরা তাকে সেখান থেকে সরিয়ে দেন। তবে শিশির থেমে থাকেননি। সিলেটের দক্ষিণ সুরমার তন্ময় নামে এক সহযোগীকে নিয়ে জিন্দাবাজারের একটি মার্কেটের ১১ তলায় ‘ইউনি স্কাই’ নামে নতুন কনসালটেন্সি চালু করেন।
ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে একেকজনের কাছ থেকে ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত নিতেন তারা। পরে টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল গাড়ি কেনা, অভিজাত হোটেলে আড্ডা এবং মাদক সেবনের মতো বিলাসী জীবনযাপন শুরু করেন শিশির।
চুক্তি অনুযায়ী ভিসার কাজ না হওয়ায় যখন ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে শুরু করেন, তখন শিশির গা-ঢাকা দেন। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা করলে তিনি তার ব্যবসা বিক্রি করে ঢাকায় চলে যান। মামলার নম্বর— শাহপরান রঃ সিআর ৪২২/২৪।
স্থানীয়ভাবে জানা যায়, শিশিরের বাবা তফাজ্জুর রহমান কামাল আগে বিবিয়ানা গ্যাস ফিল্ডে বালু-পাথর সরবরাহের কাজ করতেন এবং সেখানেও অনিয়মের অভিযোগ ছিল। বর্তমানে তিনিও পরিবারসহ ঢাকায় অবস্থান করছেন।
বিশেষজ্ঞদের মতে, ট্রাভেল এজেন্সি পরিচালনার জন্য সরকারের নিবন্ধন লাগলেও স্টুডেন্ট বা ওয়ার্ক কনসালটেন্সির ক্ষেত্রে শুধু ট্রেড লাইসেন্সেই ব্যবসা করা যায়। ফলে সিলেটেই পাঁচ শতাধিক কনসালটেন্সি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, আর সাধারণ মানুষ পড়ছে প্রতারণার জালে।
ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট অফিসে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকেও জানানো হয়েছে— কনসালটেন্সি ফার্ম তদারকির দায়িত্ব তাদের ওপর নেই।