
রাইজিংসিলেট- আজ ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কুরুয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত বাস দুটি ছিল ‘এনা’ ও ‘ইউনিক’। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। এনা বাসটি সিলেটগামী ছিল, আর ইউনিক বাসটি যাচ্ছিল ঢাকার দিকে। সংঘর্ষের পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুইটি বাস বর্তমানে রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।