রাইজিংসিলেট- শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদের হাজার টাকার হিসাব নিয়ে উভয়ে পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন।
এ ঘটনার জের ধরে ইফতারের পর আব্দুল জলিলকে বাড়ীর সামনে রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া, তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।
এ সময় আব্দুল জলিল চিৎকার শুনে তার ছেলে রনি মিয়া (২৬), শাহিদ মিয়া (২৪), ভাগনে সাঈদ আহমদ (১৮) ঘটনাস্থলে ছুটে এলে তাদেরও ধারালো দা দিয়ে কোপানো হয়।
এ ঘটনায় আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি খুনের মামলা দায়ের করেছেন।