সিলেটে মাঠে থাকবে বিএনপি,১১ জানুয়ারি (বুধবার) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহানগরের রেজিস্টারি মাঠে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্রের নির্দেশে এ কর্মসূচি পালন করা হবে।
সিলেটের অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
সিলেটের বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিলো মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে অনিবার্য কারণবশত মঙ্গলবার সকালে জেলা ও মহানগর বিএনপির যৌথসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচির স্থান পরিবর্তন করে রেজিস্ট্রারি মাঠে নেওয়া হয়।
কর্মসূচি সফলের লক্ষ্যে মঙ্গলবার রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, সালেহ আহমদ খছরু, মাহবুব কাদির শাহী, অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, মুহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, অ্যাডভোকেট বদরুল ইসলাম, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আল আসলাম মুনিম, মহানগর বিএনপির সদস্য আফজল হোসেন, আবুল কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, ডা. নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, শাহিন আলম জয়, আবুল কাশেম, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।
৫ বার পড়া হয়েছে।