সিলেটে ‘মার্চ ফর জাস্টিস’ ব্যানারে শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় ১৫-১৬ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
বুধবার (৩১ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ বের করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন। বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে তারা নগরের সুবিদবাজার পয়েন্টে এলে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় ছাত্ররা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়েছে কি না জানা যায়নি।
বাধা অতিক্রম করে খানিকটা দূরে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে ফের বাধা দেয় পুলিশ। এসময় উপস্থিত প্রায় দুই সহস্রাধিক আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে অন্তত ১৫টি টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানা যায়। তখন আন্দোলনকারীরা অলি-গলি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে জানতে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আসবার আলী শেখ বলেন- কিছু লোক সুবিদবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি।
এদিকে, ঘটনার পর থেকে সিলেট মহানগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।