• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে মিডিয়া কর্মীদের পক্ষ থেকে ইফতার বিতরণ

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৩

সিলেটের মিডিয়া কর্মীদের পক্ষ থেকে দুইশতাধিক গরীব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) নগরীর তালতলা এলাকায় সোনারগাঁও মিডিয়ার পরিচালক সোহেল আহমেদের নেতৃত্বে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন আহমেদ।

লন্ডন প্রবাসী হাবিব তফাদারের সুস্থতা কামনা করে এই ইফতার বিতরণ শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আবদুল মতিন লাল, সোনারগাও মাল্টিমিডিয়ার স্বত্তাধিকারী সোহেল আহমেদ, আল আমিন, পাম্মি মাল্টিমিডিয়ায় স্বত্বাধিকারী পাপলু, রোহান, ফারজানা, আলামিন, সোয়েব, রাজু, আবু তাহের, পরাণ মিউজিক প্রমুখ।

৮ পদের ইফতারি সহ এক বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

১৪ বার পড়া হয়েছে।