রাইজিংসিলেট- সিলেটে মিয়ানমারের নাগরিক আটক। ভালো চাকরির সন্ধানে সিলেটে এসে জনতার হাতে আটক হলেন মো.আনিসুর রহমান (৪৮) নামে মিয়ানমারের এক নাগরিক।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির ঝিঙ্গালাবাড়ী থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ’র কাছে সোপর্দ করা হয়।
আটককৃত আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি৪৮ জানায়, আনিসুর গত ৭ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে প্রবেশ করে। এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সম্প্রতি সিলেটে ভালো চাকরির সন্ধানে অবস্থান করছিল। তবে বিজিবি তার কাছে কোনো পরিচয়পত্র পায়নি। আটককৃত আনিসুরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।