
রাইজিংসিলেট- সিলেট মহানগরীতে যানজট কমানো এবং সড়কে সুশৃঙ্খল পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়েছে। এতে ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা বন্ধ করা এবং রাস্তায় অযথা পার্কিং নিয়ন্ত্রণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১টায় সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট সিটি করপোরেশন ও মহানগর পুলিশের সহায়তাও ছিল।
অভিযানের আওতায় বন্দরবাজার, জিন্দাবাজার, মিরবক্সটুলা, কাজিটুলা, শাহী ঈদগাহ, আম্বরখানা, দরগাগেইট, লামাবাজার ও তালতলা এলাকায় তল্লাশি চালানো হয়। এই অভিযান চলাকালে আম্বরখানা থেকে চৌহাট্টা রোডে রাস্তায় অযথা পার্কিং করা অবস্থায় জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একটি বাস (সিলেট-জ-০৪০০৩১) আটক করা হয়।
চৌহাট্টা থেকে মিরবক্সটুলা রোডে ওষুধ কোম্পানির সেলসম্যানদের গাড়ি থেকে মোট ১৯টি মোটরসাইকেলের হেলমেট জব্দ করা হয় এবং তাদেরকে রাস্তায় গাড়ি না রাখার বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও, আম্বরখানা পয়েন্টের হাজী বিরিয়ানি রেস্টুরেন্টকে নিয়ম লঙ্ঘনের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার মো: রাকিবুল আলম জানান, নগরীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।