ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে রাতের জুয়া খেলায় মত্ত ৮ যুবক আ ট ক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৪, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নগরীতে রাতের বেলায় জুয়ার আসরে মেতে ওঠা কয়েকজন যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। যারা ধরা পড়েছেন, তাদের অধিকাংশই পেশায় শ্রমিক। দিনের কষ্টার্জিত আয় রাতের জুয়ার টেবিলে নষ্ট করছিলেন তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার ‘জান্নাত স্টল’ নামের একটি দোকানে ডিবি পুলিশের দল অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে এসএমপি আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে হাতে-নাতে ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—
জান্নাত স্টল এলাকার ২ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩); হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮); সুনামগঞ্জ সদর উপজেলার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (29); দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২); পশ্চিম কাজলশাহ এলাকার ২ নম্বর বাড়ির আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২); সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮); একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহর ছেলে আল আমিন (৩৮) এবং দোয়ারাবাজারের আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আবদুল বাছিত (২৫)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।