সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ অভিযানে নাইন এমএম পিস্তল উদ্ধার । এ সময় নয় রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।
জানা গেছে, শুক্রবার দুপুরে মহানগরীর মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব নামের এক ব্যক্তির বাসা থেকে এই পিস্তলটি উদ্ধার করা হয়। এটি কোনো থানা বা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে অভিযানকালে রাজিবকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
৯৭ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।