সিলেটে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে কর্মসূচি পালনকালে সমাবেশ করেন তারা।
সমাবেশে শাহজালাল বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট সরকারী কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীরসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সকাল থেকে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজারসহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চৌহাট্টায় জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে শেখ হাসিনার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিব, সিলেটের অন্যতম সমন্বয়ক শাবিছাত্র মো. গোলাম মর্তুজা সেলিম ও দেলওয়ার হোসেন শিশির, সিলেটের সহ-সমন্বয়ক শাবিছাত্র ফয়ছল হোসেন, শাবি সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম।
এসময় সমন্বয়করা তাদের বক্তব্যে বলেন- দীর্ঘ ১৫টি বছর শোষণে করে দেশকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি করেছে খুনি হাসিনা। এ দেশের ছাত্র-জনতা ও দেশের মানুষ আওয়ামী লীগ নিশ্চিন্ন করে দিবে। খুনি হাসিনার উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন থামবে না।