
রাইজিংসিলেট- সিলেটে সিআইডির এক কর্মকর্তাকে ছুরি মেরে পালিয়ে যাওয়া সাইবার অপরাধ মামলার পলাতক আসামি ও ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত রহিম উদ্দিন রাজু (৩৩) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর মজুমদারি এলাকার সৈয়দ বাড়ির একটি মেসে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজুর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামে। তিনি টিলাগড়ের শাপলাবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং নিজেকে ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য’ পরিচয়ে উপস্থাপন করতেন।
সেদিন সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আল মামুনুল আনসারী জানান, রাজু সাইবার সুরক্ষা অধ্যাদেশের এক মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার রাত ৯টার দিকে তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম তাকে সাগরদিঘীরপাড় এলাকায় গ্রেফতারে গেলে রাজু হঠাৎ ছুরি দিয়ে হামলা করে পালিয়ে যায়। এতে কর্মকর্তার বাম বগলের নিচে গভীর জখম হয়। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
পরে কোতোয়ালী ও এয়ারপোর্ট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মজুমদারিতে রাজুকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি ভিজিটিং কার্ডে নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় দেওয়া ছিল।
সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন অভিযোগে রহিম উদ্দিন রাজুর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।