ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হ র তা লেও সচল যানবাহন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেটসহ সারাদেশে আজ রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।

গত সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে সিলেটে যানচলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা যায়।

রোববার সকাল ৬টা থেকে সরেজমিনে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, রশিদপুর, নাজিরবাজার, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকে সিলেট ছেড়ে দূরপাল্লার দুই-একটি বাস ছেড়ে যেতে দেখা যায়। তবে, আন্ত:জেলার সড়কে বাসচলাচল প্রায় স্বাভাবিক ভাবে চলাচল করেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবি লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জনগণের জানমালের নিরাপত্তায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

১৮০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।