• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে ২৫ মামলার ২ ডাকাত গ্রেফতার

risingsylhet.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
সিলেটে ২৫ মামলার ২ ডাকাত গ্রেফতার

রাইজিংসিলেট- সিলেটে ২৫ মামলার দুই ডাকাতকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ।রোববার (১৭ সেপ্টেম্বর) কাজীরবাজার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

২ গ্রেপ্তার ডাকাত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাড়ুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী ওরফে বাটন (৩৯) ও একই জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বুল্লা এলাকার শহিদ মিয়ার ছেলে মো. লুৎফর রহমান (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন  জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ফজর আলী ওরফে বাটনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।আর লুৎফর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইসতেখার গণি তাজেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। বসত ঘরের প্রধান ফটকের তালা ও ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ১০/১২ জন ডাকাত ঘরে ঢুকে। পরিবারের সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৮১ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়।মামলার পরপর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার চার দিনের মাথায় এ দুই আসামিকে গ্রেফতার করেন।

৬৬ বার পড়া হয়েছে।