সিলেট ইয়াংস্টার এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরাণ করা হয়েছে। আজ ২৯ মার্চ রোজ বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াসহ বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট
ইয়াংস্টার এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌরভ সোহেল, সিলেট ইয়াংস্টার এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ,
এসময় অন্যানদের মাঝে ছিলেন, জাউয়া বাজারে বিশিষ্ট ব্যবসাযী লোকমান হোসেন, ব্যবসাযী লিমল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাওন আহমদ, হেলাল আহমদ সহ অন্যান্য নেতৃন্দরা প্রমুখ।
বিতরণ কালে অতিথিরা বলেন পবিত্র রমজান মাসে সমাজে বিত্তবান লোক এগিয়ে আসার আহ্বান জানান। একজন দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমরা ইয়াংস্টার এর পক্ষ থেকে যেভাবে সমাজের দরিদ্র মানুষের কাছে ক্ষুদ্র খাবার পৌঁছে দিচ্ছি ঠিক সেই রকম সমাজের সকল বিত্তবান এগিয়ে আসলে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ।