ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ইলেক্ট্রটিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৭, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও দুই যুগপূর্তি উপলক্ষে বনভোজন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর) সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীপুরে বিকাল ৩টার সময় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিনের শুরুতে সকাল ৯টার সময় সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন প্রায় ৫শতাধিক ব্যবসায়ী নগরীর জিন্দাবাজার থেকে জাফলংয়ের জিরো পয়েন্ট পিকনিক স্পটে ভ্রমন করেন ও সেখানে পবিত্র জুমা’র নামাজ আদায় করেন।

শ্রীপুরে বার্ষিক সাধারণ সভায় সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আব্দুস সালাম খান এর সভাপতিত্বে ও কবির আহমদ ও কামরুল হাসান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নন্দ দুলাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন পারভেজ, সিলেট জেলার সাবেক সভাপতি জুবায়ের আহমদ খান, প্রতিষ্টাতা সদস্য ফারুক আহমদ, উপদেষ্টা নুরুল হক, আবুল কালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির খসরু, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সংগঠনের অন্যতম নেতা রায়হান আহমদ, সোলেমান আহমদ, আলকাছ উল্লাহ, রাশেদ আহমদ, বাছির আহমদ, জাকির হোসেন, জামাল উদ্দিন, নাজিম আহমদ, আমীর উদ্দিন খান প্রমুখ।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন শাহ কবির আহমদ।

সভাপতির বক্তব্যে আব্দুস সালাম খান বলেন, “সিলেটে ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। ব্যবসা বানিজ্যে স্থবিরতাসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। অর্থনৈতিক প্রতিকূল কাটিয়ে ব্যবসা বানিজ্যে সুদিন ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সিলেটে পর্যটন শিল্পের পাশাপাশি অন্যান্য খাতে দেশি-বিদেশি বিনিয়োগে এগিয়ে আসতে হবে।” অনুষ্টানে বিভিন্ন কোম্পানীকে ব্যবসা বানিজ্যে সহযোগিতার জন্য সম্মাননা প্রদান ও সংগঠনের সদস্যদের মেধাবি সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত হাফিজ আলাউদ্দিন আহমদ। অনুষ্ঠানের আগে ব্যবসায়ীরা শ্রীপুরে দুপুরের মধাহ্নভোজনে অংশ নেন।

১২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।