ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল বিভিন্ন পদে চাকরি দিচ্ছে

rising sylhet
rising sylhet
মে ১৬, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল বিভিন্ন পদে চাকরি দিচ্ছে ।

হলি সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে।

অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত সময়ের পরে জমাকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকুরীরত প্রার্থী/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদন পত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বার উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টি এ/ ডিএ প্রদান করা হবে না।

আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে আগামী ২৩শে মে ২০২৪ইং তারিখ বেলা ৪:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।

কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত যেকোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মীরবক্সটুলা, সিলেট।

ফোন-০২৯৯৬৬৩৬১২২-২৩

৬৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।