গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে চলছে উপনির্বাচনের ভোট গ্রহন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়।
এদিকে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান,সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান সরেজমিনে উপস্থিত রয়েছেন।
এছাড়াও পুলিশ ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন,গণমাধ্যমকর্মী ও বিপুল পরিমাণ আনসার বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীতে নিয়োজিত রয়েছে। এবারের উপনির্বাচনে নন্দিরগাওঁ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহন করায় ভোটাররা ভোট দিতে কিছুটা অস্তিত্ব বোধ করছেন। কারণ এই ইউনিয়নে কখনো ইভিএমে ভোটগ্রহন হয়নি। ভোটারের লক্ষ্যনীয় অংশগ্রহণ থাকলেও ধীরগতীতে ভোট গ্রহন পরিলক্ষিত হচ্ছে।