সিলেট এক যুবলীগ ও এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন।
তারা দুজনই ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টি ও আন্দোলনকারীদের উপর হামলাকারী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর দুটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান জানান-র্যাব-৯ এর একট টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন একটি এলাকা থেকে মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছর মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে। তিনি এয়ারপোর্ট থানার বাদামবাগিছা এলাকার আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে ২১ অক্টোবর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (এয়াপোর্ট থানার এফআইআর নং-৭/১৪৪) দায়ের করা হয়।
তিনি আরও জানান,সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন একটি এলাকা থেকে যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। জুমায়েল শাহপরান বাইপাস এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ৭ নভেম্বর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (কোতোয়ালি থানার এফআইআর নং-১৪/৪৯৫) দায়ের করা হয়।
গ্রেফতারের দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-৯। পরে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।