সিলেট এসে পৌঁছেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এদিকে বিমানবন্দরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মেয়র আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।
এর আগে তিনি রবিবার (১৬এপ্রিল) সকাল ১০টায় লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান। ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করার কথা ছিল আরিফের। কিন্তু এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।
তবে লন্ডনে যুবদলের ইফতারে তারেক রহমানের সামনে মেয়র আরিফ যে ‘সিগন্যালে’র কথা বলেছেন, সেই সিগন্যালের উত্তর মির্জা ফখরুলের সাথে বৈঠকে মিলতে পারে বলে এমন আভাস পাওয়া গেছে দলটির নির্ভরযোগ্য সূত্রে।
৬২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।