সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি আছে লোক নাই,অপরিষ্কার, গাফিলতির শিকার চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ
ডিউটি রোস্টার আছে অথচ ডিউটিতে লোক নাই। এটা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ের -০৪ নং লিফটের অবস্থা। আজ একজন সাংবাদিকের নিকট আত্নীয়কে নিয়ে চিকিৎসার জন্য নতুন বিল্ডিংয়ের ৭ ম তলার ৩৮ নং ওয়ার্ডের ইউনিট-১ এ সেখানে নিয়ে যাওয়ার সময় লিফটে ধরা পড়ে এই দৃশ্য। তারপর রোগী নিয়ে গিয়ে শুরু হলো ভর্তি বিড়ম্বনা। দীর্ঘ ১ ঘন্টা অপেক্ষার পর ডাক্তার আসলেন রোগী দেখতে।
এর মধ্যে ৩৮ নং ওয়ার্ডের ইউনিট-১ এর অভ্যন্তরে বেডে, ফ্লোরে ও বাহিরের বারান্দায় রোগীর শেষ নেই। সামনে বসা সারি সারি শিক্ষানবিশ নার্স। মাসিদের প্রথমে পাইনি। ডাক্তারের ডাকাডাকির এক পর্যায়ে মাসি পান চিবিয়ে আসলো। ফ্লোরের যা অবস্থা তাতে রোগীর সুস্থতার থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। রোগীর সাথে একাধিক স্বজন। যে যার মতো করে হাঁটছে রোগীর সিটে বসছে। কোন বাধ্য বাধকতা পরিলক্ষিত হয়নি। পরে ওয়ার্ডের খাওয়ার নিয়ে আসা একজনের সাথে কথা বলে জানলাম ৩৮ নং ওয়ার্ডের ইউনিট ১ ও ২ পুরুষ-মহিলা রোগীর সংখ্যা প্রায় ৩০০ জন। এই বিপুল সংখ্যক রোগীর জন্য যে পরিমান ডাক্তার-নার্স, আয়া-ক্লিনার প্রয়োজন তাৎক্ষণিক তা দেখতে পাওয়া যায় নি। হয়তো কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী লোকবল ছিলো।
এব্যাপারে একজন সাধারণ লোক হিসাবে আমি অত্র হাসপাতালের এহেন কার্যক্রমের প্রতি অনাস্থা প্রকাশ পুর্বক হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।