• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট ওসমানী হসপিটাল এলাকায় শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ-আটক ৪

risingsylhet.com
প্রকাশিত জুন ৯, ২০২৩
সিলেট ওসমানী হসপিটাল এলাকায় শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ-আটক ৪

রাইজিংসিলেট- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ জুন) সকালে হাসপাতাল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নয়ন মিয়া (২০)। তার বাড়ি বিশ্বনাথ উপজেলায়।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দুজন শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে চুরির অভিযোগে একটি রুমে নিয়ে ব্যাপক মারধর করেন। পরে আহত অবস্থায় সকাল ৯ টার দিকে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে আরও এক শ্রমিককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

বার পড়া হয়েছে।