নিজস্ব প্রতিবেদক- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। বিকাল ৩টায় অভিযানে নেমে বেশ কয়েকটি আবাসিক হল থেকে রাম দা, চাকু, রড ও স্টিলের পাইপ উদ্ধার করে বাহিনীটি।
সিকৃবি সূত্র জানায়, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় কয়েকটি হলের রুম থেকে ২৫-৩০টি হেলমেট, ২শ’ টির বেশি রড, ১২০ টির মত রামদা ও ১৫০ টি মদের বোতল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক।
তিনি বলেন, বিকাল তিনটা থেকে অভিযানে নামে যৌথবাহিনী। এরপর ৬টা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।
৪২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।