সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ ১৪৩০ মঙ্গল শোভাযাত্রা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, পহেলা বৈশাখে সকাল থেকেই প্রশাসন ভবনের সামনে মাইকে চালানো হয় রবী ঠাকুরের সেই অমর গান “এসো হে বৈশাখ, এসো এসো”। ১১টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।
সেখানে নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখী চত্বরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ডিনবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইদের ছুটি। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার কারনে বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারী দেশের বাড়ি চলে গিয়েছেন। তবু আজ পহেলা বৈশাখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মঙ্গল শোভাযাত্রা।