ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর অন্বেষণ বইমেলা শুরু ১ লা ফেব্রুয়ারী

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৬, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

৫ম বারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে ‘আলোর অন্বেষণ’ বইমেলা। আগামী ১ ফেব্রুয়ারী নগরীর চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মেলা শুরু হবে, চলবে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত।

এদিকে ৫ম আলোর অন্বেষণ বইমেলা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি এমজেএইচ জামিল, সহ-সভাপতি নাহিদ আহমেদ, জসিম বুক হাউজের সত্তাধিকারী মোঃ জসিম উদ্দিন ও আলোর অন্বেষণের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান। এছাড়ার সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় ‘আগামীর বাংলাদেশ ও তারুণ্যের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৩ ও ২০২৪ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।