
রাইজিংসিলেট- সিলেট-ছাতক রেলপথে আবারো ট্রেন চলবে দেড় বছর পর। সিলেট-ছাতক রেলপথে দীর্ঘদিন পর আবারো ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রায় দেড় বছর সময়ের মধ্যে রেললাইনটি সংস্কার কাজ শেষ হলে এ রুটে আবারও ট্রেন চলবে বলে জানা গেছে। এতে একসময় ব্যস্ত এই রেলপথে আবার ফিরে আসবে প্রাণচাঞ্চল্য—স্টেশনগুলো হয়ে উঠবে যাত্রীদের পদচারণায় মুখর, এবং রেলপথকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যও হবে গতিশীল।
বর্তমানে রেললাইন সংস্কারের কাজ পুরোদমে চলছে। খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়নের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, পুরনো রেললাইন ও স্লিপার সরানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ছাতক থেকে খাজাঞ্চী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার লাইন ইতোমধ্যে তুলে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫৪ সালে ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি নির্মাণ করা হয়, মূলত শিল্প ও পণ্য পরিবহনের সুবিধার্থে। তবে ২০২০ সালের মার্চে করোনা মহামারির সময় রেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালের বন্যায় প্রায় ১২ কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।
দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর, ২০২৫ সালের জানুয়ারিতে সরকার রেললাইন সংস্কারের অনুমোদন দেয়। প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২১৭ কোটি টাকা। কাজটি শেষ করতে সময় ধরা হয়েছে ১৮ মাস।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, ইতোমধ্যে অর্ধেক রেললাইন অপসারণের কাজ শেষ হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, কাজ শেষ হওয়ার পর সিলেট-ছাতক রুটে আবারো ট্রেন চলবে।
এই খবরে খুশি হয়েছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। তাদের আশা, রেল চলাচল শুরু হলে যাতায়াত ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং জীবনযাত্রা হবে সহজতর।