ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল। বুধবার (১ জানুয়ারি) জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠাবার্ষিকী সহ দলীয় সকল কর্মসূচিতে কোণঠাসা ছিল দলটি। ৫ আগস্ট সরকার পতনের পর ১৫ বছর পর সিলেটে বাধাহীনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদল।

বেলা আড়াইটার দিকে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

পরে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

এছাড়া বিকেলে সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে নগরীর লাক্কুতরা ও মালিনীছড়া বাগানের চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।