রবিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন হিলালপুর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন।
তিনি বলেন- আবুল হোসেন বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি তার মোটরসাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটের দিকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোলাপগঞ্জ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া (চাঁদ শ্রীকোণা) গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত।
১৮৭ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।